নোয়াখালীকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের চলতি আসরের ১৭তম ম্যাচে বৃহস্পতিবার নোয়াখালীকে ৪ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৬ বল হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য পূরণ করে তারা।
আসরে ৬ ম্যাচ খেলে এখনও জয়হীন নোয়াখালি। পয়েন্ট তালিকাতেও তারা তলানীতে। অন্যদিকে ৫ ম্যাচে চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার তিনে রাজশাহী।
টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালির ব্যাটাররা উইকেটে থিতু হয়েও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ৬ চার ও ৩ ছক্কার পরও সৌম্য ৫৯ রান করতে খেলেন ৪৩ বল। আরেক ওপেনার শাহাদাত হোসেন ২৮ বলে করতে পারেন ৩০। চারে নেমে মোহ্মাদ নবি করেন ২৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৫ রান। ৫ উইকেটে ১৫১ রানে আটকে যায় নোয়াখালি।
রাজশাহীন হয়ে ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন রিপন মণ্ডল।
রান তাড়ায় ৪৭ রানের ওপেনিং জুটি পেয়ে যায় রাজশাহী। ২০ বলে ২১ রান করে ফেরেন তানজিদ হাসান।আরেক ওপেনার মোহাম্মাদ ওয়াসিম ৩৫ বলে চারটি করে ছক্কা-চারে ৬০ রান করে হন রান আউটের শিকার। ম্যাচ সেরাও হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এই তারকা।
দলটির হয়ে ১৮ বলে অপরাজিত ১৯ রান করেন রায়ন বার্ল। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।
নোয়াখালির হয়ে মেহেদি হাসান রানা নেন ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট।


