back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

রাউজানে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হতে যাচ্ছেন গিয়াস উদ্দিন কাদের ?

নিজস্ব প্রতিবেদক

দেশের রাজনীতিte বিশেষ করে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা দেশ জুড়ে বেশ আলোচিত৷ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দলীয় মনোয়ন নিয়েও এই আসনটি (চট্টগ্রাম-৬ রাউজান) আবারও আলোচনার জন্ম দিয়েছে৷ একই আসলে দুই বারে দুইজনকে দলীয় মনোনয়ন দেয় দলটি।

দু’জন প্রার্থীই নিজেকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন৷ যাচাই বাছাই শেষে দু’জনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করলেও শেষ পর্যন্ত বিএনপি’র চূড়ান্ত চিঠিতে যার নাম থাকবে তাকে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার হবে বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

এই অপেক্ষমান সময়ে নিজে দলের ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা বলেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, “আঁরে সবুজ সংকেত দিইয়ে।”

আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর গুডস হিলের বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একেবারে হাইয়েস্ট লেভেল থেকে বলেছেন, ‘আপনি এগিয়ে যান’।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কাউকে সর্মথন দিব কি দিব না, সেটা পার্টির হাই কমান্ড ডিসাইড করছে। এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। দল যেটা ডিসাইড করবে, ওটার সঙ্গে যাব, খুবই সহজ হিসাব।”

চট্টগ্রামে সাংবাদিকদের মতবিনিময় করছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

উপস্থিত সাংবাদিকদের মাঝে দেয়া সূচনা বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘‘ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা। তারা এসব টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এ টাকার অপব্যবহার হচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টা আগে জাতীতাবাদী যুবদলের একজন কর্মী-নেতা নিহত হয়েছেন। তিনি ক্যান্সারের রোগী। তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলে ভারতে পাঠিয়েছিলাম। ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এমন অনেক ঘটনা ঘটে গেছে রাউজানে। আমি শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদের দায়ী করব না। প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফ্যাসিবাদের অনুসারীরা আছে।‘‘

তিনি আরো বলেন, ‘‘গত ১৬-১৭ মাসে মোটামুটি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এ চট্টগ্রামের বুকে, মহানগরী হোক, বা জেলায় হোক, কারা কারা ফ্যাসিবাদের অনুসারী, আমি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নাম দিয়ে দিতে পারব। আপনারা যারা আছেন, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কিছু লিখতে পেরেছিলেন? পারেননি। এখন তো অবাধে লিখতে পারেন।‘‘

চট্টগ্রামের রাউজান উপজেলায় ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বেশকিছু হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের বেশির ভাগই রাজনৈতিক।

এত হত্যাকাণ্ডের পরেও রাউজানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘হান্ড্রেড পারসেন্ট সুষ্ঠু হবে; তবে ফ্যাসিবাদের দোসররা যদি ছত্রছায়ায় না থাকে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান স্থগিত থাকা গিয়াস উদ্দিন কাদের এবং চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দিয়েছিল। এই দু’জনের মনোনয়নই বৈধ ঘোষিত হয়েছে৷

নির্বাচন কমিশন সূত্র বলছে, গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত