back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে মামলা

হামজারবাগ এলাকায় ৭ কোটি টাকার স্বর্ণের বার ছিনতাই

চট্টগ্রাম ব্যুরো

 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা। স্থানীয় সূত্র বলছে, ছিনতাইকারীরা প্রথমের স্বর্ণের কারিগরদের বহন করা সিএনজি চালিত অটোরিকশা গতিরোধ করে৷ এরপর সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় তবে পাঁচলাইশ থানা পুলিশ বলছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা রাতে পাঁচলাইশ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তাদের স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগের পাশাপাশি মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একজন ব্যবসায়ীর স্বর্ণের কারিগরেরা ৩৫টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণের বার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর ছিনতাইকারীরা হিলভিউ আবাসিক এলাকার পাহাড়ের দিকে পালিয়ে যায়। এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম সুমন বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র ধারণা করছে ছিনতাইকারীরা পূর্ব পরিচিত৷ তারা স্বর্ণের বার বহনের সংবাদ আগে থেকে জেনেই পূর্ব প্রস্তুতি নিয়ে প্রতিমধ্যে গতিরোধ করে এই ছিনতাই পরিচালনা করে৷

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে।’

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত