back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

নির্বাচনে মোতায়েন থাকবে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য সরাসরি নির্বাচনের দায়িত্বে থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি জেলায় দায়িত্বে থাকবে, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আপনাদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হলো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত