ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, তাদের দু’জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট ৩৯১টি গ্রেফতারি পরোয়ানার তথ্য রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতারণা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক মামলায় তারা পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


