back to top
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
Single Page Top Banner

গুলি করে আরেকজনকে হত্যার পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস

আন্তর্জাতিক ডেস্ক৷

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই, যা আইস নামে পরিচিত) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আবারও উত্তাল হয়েছে এলাকাটি। গত শনিবার অভিযানের সময়ে ফেডারেল বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহতের জেরে জোরদার হয় বিক্ষোভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মিনিয়াপোলিসে গত শনিবার স্থানীয় সময় সকালে ফেডারেল এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী পেশায় নার্স অ্যালেক্স প্রেটি নিহত হন, যা অনেক দিক থেকেই আড়াই সপ্তাহ আগের একটি ঘটনার পুনরাবৃত্তি। সে সময় এক ফেডারেল এজেন্ট রেনি নিকোল গুড নামের এক নারীকে গুলি করে হত্যা করেন। সরকারের বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ যখন একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে, তখন এ দুজনের নিহতের ঘটনা প্রশাসনের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিক্ষোভকারীদের ওপর ফেডারেল বাহিনীর ধরপাকড়, মারধর, কাঁদানে গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সাংবিধানিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতাও।

এদিকে, চলমান পরিস্থিতিতে মিনিয়াপোলিস থেকে আইসিই এজেন্টদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মিনেসোটার গর্ভনর টিম ওয়ালজ। মিনিয়াপোলিসে বিশৃঙ্খলার জন্য ডেমোক্র্যাট নেতাদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন সংস্থাগুলোর জন্য ১৭০ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করেছে ট্রাম্প প্রশাসন। এই বরাদ্দের আওতায় চলতি মাসে ৩ হাজার এজেন্ট মোতায়েন করে মিনিয়াপোলিসে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এতে দীর্ঘ হচ্ছে হতাহত ও নির্যাতনের তালিকা। ট্রাম্প প্রশানরের পক্ষ থেকে অপরাধ নির্মূলের দাবি করা হলেও গ্রেপ্তার হওয়াদের বড় অংশের বিরুদ্ধেই নেই কোনো ফৌজদারি অপরাধ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত