back to top
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি’র গণসংযোগে ককটেল বিষ্ফোরণ

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে বিএনপির মনোনীত ধানের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার ১৫ মিনিটের দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ তাঁর নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন। আকষ্মিক সভাস্থলের অদূরে বিকট শব্দে বিস্ফোরণ হলে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি নেতা কর্মীদের অভিযোগ স্থানীয় জামায়াত ইসলামী পরিকল্পিত ভাবে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে৷

ঘটনার পরপরই বিএনপি প্রার্থী তাঁর সভা সংক্ষিপ্ত করে শেষ করেন। তবে এর পর পরই বোয়ালখালী উপজেলা সদরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করেই এই ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। আমার ধরণা এসব জামায়াত শিবিরের কাজ। তাই আগামীকাল থেকে জামায়াত শিবিরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করা হবে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, ককটেল বিষ্ফোরণ ঘটলেও আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়েব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে ককটেলের কোন আলামত পাওয়া যায়নি।

তবে ককটেল বিষ্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ গণমাধ্যমকে বলেন, “ককটেল বিস্ফোরণের সময় আমি বক্তব্য দিচ্ছিলাম। এসময় ঠিক ৫০ গজ দূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত