বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় অনুষ্ঠিত এ জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, ঢাকায় উপস্থিত হতে না পারায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রাম সর্বস্থরের সাধারণ জনগণ জমিয়তুল ফালাহ মসজিদে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে অংশগ্রহণকাররা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি, যা কখনোই পূরণ হবার নয়।
তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় জানাজা ঘিরে মসজিদ প্রাঙ্গণে শোকের আবহ বিরাজ করে।


