চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল, তাজা গুলিসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে৷
আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় থানার বাহির সিগন্যাল সংলগ্ন খন্দকার পাড়া ফতো পুকুর পাড় এলাকা থেকে সন্ত্রাসীদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়৷
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেল জানিয়েছে, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ঈগল-৩১৩,৩১৫ অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল সংলগ্ন খন্দকার পাড়া ফতো পুকুর পাড় রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করছিল৷ এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গ্রেফতারকৃত আসামী তানভীরুল ইসলাম তামিম (২০) ও মোঃ আমিরুল ইসলাম মুন্না (১৯) মোটর সাইকেল চালিয়ে পলানোর সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে আসামীদের দেহ তল্লাশী করে আসামী তানভীরুল ইসলাম তামিম (২০) এর কোমড় থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করে পুলিশ৷
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ৷


