ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলদেশ সময় রাত ৮টায় ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জিয়ারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।


