চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ ২০২৬। শিক্ষা ও মানবিক কার্যক্রমে অবদানের জন্য অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনকে প্রদান করা হয় সম্মাননা। এছাড়া মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৩৫টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার ২৪ জানুয়ারি এই সম্মাননা অনুষ্ঠান পরিণত হয় এক ব্যতিক্রমধর্মী মিলনমেলায়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং জেরিন সুবা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী রেনু রোজিনা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এআরএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ এবং মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ও ‘দ্য পিপলস ভিউ’-এর সম্পাদকমণ্ডলীর সদস্য কারু কৃষাণসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার।


