back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

জঙ্গল সলিমপুরে অভিযান: সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম ব্যুরো:

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

নিহত র‍্যাব সদস্য মোতালেব

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়।

অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত