back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। তিনি বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন করবে বিএনপি। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি সরকার। অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আবার তিনি শহিদ হয়েছিলেন। চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেয়া হয়েছিল। এ চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার সুবিধা পায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত