ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জানুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত মোটর শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্তু সড়ক ও মহাসড়কে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রাক চালক আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা তারই একটি জঘন্য উদাহরণ।
বক্তারা আরও বলেন, অবিলম্বে আলাউদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ট্রাক চালক আলাউদ্দিন এর বড় ভাই মোঃ কবির, নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ জানেআলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিনহাজসহ সংগঠনটির প্রায় ১৫জেলার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
জানা যায়; ১৭ জানুয়ারী ২০২৬ ইং তারিখে নিখোঁজের দুই দিন পর কুমিল্লা মহাসড়কে পড়ে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে ভোলার লালমোহনের চালক আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। ১৫ জানুয়ারী চট্টগ্রাম থেকে আকিজ গ্রুপের ২৭ টন চিনি নিয়ে আলাউদ্দিন কাভার্ডভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর ওইদিন রাত থেকে ট্রাকসহ আলাউদ্দিন নিখোঁজ হয়। পরিবারকে মালিকপক্ষ জানালেও কোনো হদিস মেলেনি। শনিবার কুমিল্লা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ট্রাকটিকে দুই দিন ধরে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাশিকালে ভেতরে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। ট্রাকে থাকা ২৭ টন চিনি গায়েব হয়ে যায়। নিহত আলাউদ্দিন লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়াডের্র আবুল কালাম পওলান মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, চিনি ছিনতাইকারী চক্রই আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে রাতের আঁধারে চিনি নিয়ে গেছে।
আজ আয়োজিত কর্মসূচি থেকে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এর সকল নেতাকর্মী। (প্রেস বিজ্ঞপ্তি)


