চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সোমবার (২৬ জানুয়ারী) উপজেলার দুইটি ইউনিয়নে গণসংযোগ করেছেন। দিনের শুরুতে সকাল ৯টায় গণসংযোগ করেন মুরাদপুর ইউনিয়নে, যা চলে দুপুর দেড়টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে শুরু করেন বারৈয়াঢালা ইউনিয়নে।
মুরাদপুর ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান হিরু, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, মুক্তিযোদ্ধা মহরম আলী, সদস্য সচিব আলতাফ হোসেন নিজামী, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, জসিম উদ্দিন মানিক, ইতালি প্রবাসী নুর মোহাম্মদ, আকবর হোসেন, সোলায়মান মেম্বার, আবুল হোসেন মেম্বার. মোঃ ইদ্রিস, নুর মোহাম্মদ, অলি আহম্মদ, জয়নাল আবেদীন, আবু জাফর, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, মোঃ মামুন, সাজ্জাদ হোসেন শহিদ, মোস্তফা, আবু জাফর, রাশেল, সাহাবউদ্দিন, আরমান হোসেন শাকিল, শওকত, মঞ্জু, আনিসুল ইসলাম তুহিন, তারিকুল ইসলাম, মোঃ হাসান, শামসুল আলম, পিন্টু, শ্রাবন হোসেন।

বারৈয়াঢালা ইউনিয়নের গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, আবু জাফর ভুইয়া, মোহাম্মদ ইসমাইল, জসিম উদ্দিন মেম্বার, শামসুল আলম মেম্বার, সালাউদ্দিন সালেক, আব্দুল মান্নান, মো. নোমান, মো. নয়ন, আব্দুস সালাম।
এসময় আসলাম চৌধুুরী বলেন, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে সীতাকুন্ডকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে হানাহানি কিংবা দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে সীতাকুন্ডকে অগ্রাধিকার দেয়া হবে। তবে বাংলাদেশ বিরোধীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এলাকার প্রয়োজনকে প্রাধান্য দেয়া হবে।


