পেকুয়ার চার বছরের শিশু তাসনুভা দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় এক ডেন্টাল টেকনিশিয়ানের কাছে চিকিৎসাকালে অসাবধানতাবশত একটি ডেন্টাল ফাইল শিশুর শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, যা তাৎক্ষণিকভাবে শিশুটির জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে শিশুটিকে দ্রুত চট্টগ্রাম নগরীর পার্কভিউ হসপিটাল লিমিটেডে আনা হলে জরুরি ভিত্তিতে এন্ডোস্কপি রুমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পার্কভিউ হসপিটাল সূত্রে জানা যায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদিন (সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), এবং দক্ষ ব্রঙ্কোস্কপি টিমের সম্মিলিত প্রচেষ্টায় শিশুটির ফুসফুসে আটকে থাকা ডেন্টাল ফাইলটি সফলভাবে অপসারণ করা হয়। এসময় এনেস্থেশিষ্ট হিসেবে ছিলেন ডা. জিয়াউল কাদের।পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল।
সচেতন মহল বলছে, শিশুদের দাঁতের চিকিৎসার ক্ষেত্রে প্রশিক্ষিত ও রেজিস্টার্ড বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসকের কাছে যাওয়াই নিরাপদ, এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।


