back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

১১ জানুয়ারি যাবেন বগুড়া, ১২ জানুয়ারি রংপুর

১৮ জানুয়ারি শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করবেন তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো।

চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানে চট্টগ্রামে ১ম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেনদিনই তারেক রহমান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নস্থ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করবেন। গতকাল সোমবার দিবাগত রাতে কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

এদিকে বিএনপি দলীয় সূত্র জানায়– কক্সবাজারে আসার আগে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে তার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার দিনক্ষণ ঠিক করা হয়েছে দলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। ওয়াসিম চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২৪ এর জুলাই অভ্যুত্থানে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত