back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন : ১৪০ প্রজাতির ফুলে সেজেছে ডিসি পার্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উদ্বোধন হয়েছে মাসব্যাপী ফুল উৎসব।  শতাধিক জাতের ফুলের সমারোহের মাঝে ভরে উঠেছে ফুল উৎসবের চারপাশ৷ আর এই মনোরম পরিবেশে ফৌজদারহাটে নির্মিত ডিসি পার্কটিতে ৪র্থ বারের মতন আয়োজিত ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।

শুক্রবার সকাল ১০টায় ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে প্রায় দেশি-বিদেশী ১৪০ প্রজাতির ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷ এবারের উৎসবে ব্যতিক্রমি আয়োজন হিসেবে রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, এত সুন্দর ফুল উৎসব দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি চট্টগ্রাম ছাড়াও বাহিরে থেকে অনেক ভ্রমণপিপাসুরা ফুলের সৌন্দর্য দেখতে আসবেন। এছাড়াও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো যার যার পক্ষে সম্ভব আপনারা ভোট এবং গণভোট দুইটাকেই আনন্দমোখর করার চেষ্টা করবেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে থেকে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন।

জেলা প্রশাসন জানায়, এই উৎসবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণমেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, ভায়োলিন শো, মুভি শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন। ত্ছাড়া দেশের যে ঐতিহব্যাহী উৎসবগুলো আছে সেগুলোও থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, মাসব্যাপী এই উৎসবে ২০ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের স্মৃতি ধরে রাখতে পেশাদার ফটোগ্রাফার এবং ভিড় সামলাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবীর ব্যবস্থা রাখা হয়েছে। পার্কের উত্তর ও দক্ষিণ পাশে বিনোদন উপকরণ এবং পূর্ব পাড়ে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত