back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

ফটিকছড়িতে দুই জামায়াত কর্মীকে দুর্বৃত্তদের গুলি : ঘটনাস্থলেই নিহত ১

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন আরও একজন৷ স্থানীয়দের ভাষ্যমতে নিহত জামাল উদ্দিন জামায়াত কর্মী। গুলিবিদ্ধ ব্যাক্তির নাম নাসির উদ্দিন ওরফে ছোট নাসির।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীরা জানান, আহত ও নিহত দু’জনই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত । আহত নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিনটি মোটরসাইকেলে যোগে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের নিহত হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এখনই সময়কে বলেন, ” অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন ঘটনাস্থলেই নিহত ও অপরজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি৷ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে কার্যক্রম চালাচ্ছে তবে এখনো বিস্তারিত তথ্য পাইনি। হামলাকারীদেরও পরিচয় এখনো জানা যায়নি। তবে দ্রুত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত