আসন্ন টি-টোয়ান্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ গুলো আয়োজনের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘জিও নিউজ’-এর খবর অনুযায়ী, শ্রীলঙ্কা যদি ভেন্যু দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান তাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহারের প্রস্তাব দেবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


