back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আহ্বায়ক রিদুয়ান, সদস্য সচিব রাকিব

চট্টগ্রাম ব্যুরো৷

ফ্যাসিবাদ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার লক্ষ্যে সামাজিক সংগঠন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড আগামী ১ (এক) মাসের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

অনুমোদিত কমিটিতে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রিদুয়ান হৃদয় আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা রাকিব হোসাইন নওশাদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—কামাল হোসেন চৌধুরী, জুলাই যোদ্ধা নিজাম উদ্দিন ও জুলাই আন্দোলনে চোখ হারানো মোহাম্মদ এমদাদ। যুগ্ম-সদস্য সচিব হিসেবে রয়েছেন—ডা. রাজীব বিশ্বাস ও মেহরাজ হোসাইন মারুফ।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই যোদ্ধা মোঃ সরওয়ার কামাল (দপ্তর) এবং যুগ্ম-মুখ্য সংগঠক হিসেবে আছেন জুলাই যোদ্ধা মাহমুদা ইলা খাদিজা।

সংগঠনের মুখ্য সংগঠক মোঃ সরওয়ার কামাল বলেন , নবগঠিত এই কমিটি দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে সুসংগঠিত করা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জনমত গড়ে তোলা এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা ও আগামীদিনে কেউ যেনো ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে তার লক্ষ্যে কাজ করবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত