চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এককর্মীসহ সাতজনকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র—৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু উদ্ধার করে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র—৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু উদ্ধার করে পুলিশ।
এর আগে রাতে নিহত জামালের স্ত্রী বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি পুলিশ।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। এ ঘটনায় হত্যা মামলার আওতায় আমাদের অভিযান চলমান। পরে বিস্তারিত মিডিয়াকে জানানো হবে।

উল্লেখ্য, গেলো শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার দিঘিরপাড়ে দুই জামায়াত কর্মীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা৷ এসময় গুলিতে মুহাম্মদ জামালঘটনাস্থলে নিহত হন এবং নাছির নামে আরো একজন গুলিবিদ্ধ হন।


