back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ৪ দফা

চন্দনাইশের জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ–এর বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

রোববার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামী, যার মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামী হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার ও অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত “বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা” ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না, যা শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ সময় তারা চার দফা দাবি জানান—
(১) অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত,
(২) আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা,
(৩) গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল৷ 
(৪) চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম সাঈদ, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা; সরোয়ার কামাল রুবেল, মূখ্য সংগঠক, এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড। ইবনে হোসেন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর; এহেসানুল হক লাবিব, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর; জায়নুল আবেদীন কায়সার, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর; হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধা ও সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা; সাজ্জাদ হোসাইন রাহাত, মূখ্য সংগঠক, দ্যা রেড জুলাই, চন্দনাইশ উপজেলা; রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা; মোঃ সাইফুল ইসলাম রাব্বি, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মোঃ মঈনুদ্দীন, যুগ্ম সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর; মোঃ হাসিবুল হাছান সাওয়াল, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সালমান শামীম, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর। (প্রেস রিলিজ)

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত