back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

আনোয়ারায় খালে ঝাপ দিয়ে মেয়েসহ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা : মেয়ে নিহত

চট্টগ্রাম ব্যুরো ৷

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা৷ এই ঘটনায় মেয়ে রাইছার মৃত্যু হলেও মা জান্নাতুল ফেরদৌস (৩২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা (০৮) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ ছেলে ও ১ মেয়ের মাঝে রাইছা সবার ছোটো এবং সে সদরের এক কিন্ডারগার্টেনের কেজি স্কুলের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের শ্বশুর বাড়ির মহিম এখনই সময়কে জানান, প্রতিদিনের মত মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় মা জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই রাইছা মনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তবে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, তার শাশুড়ির অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস তার নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের কাছে খবর পেয়ে পৌণে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা নিরীক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া যায়। মেয়ের মাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, আর মা’কে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হচ্ছে। ঘটনাটির বিষয়ে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত