back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার রিয়াজ হোসাইন

চট্টগ্রাম ব্যুরো ৷

৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোছাইনের ছেলে রিয়াজ হোসাইনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। আজ রাত সাড়ে ১০ টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার রিয়াজ হোসাইনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে খুলশী থানায় মামলা রয়েছে।

পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাত সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রাতে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্তে রিয়াজ হোসাইনের ভূমিকা ও আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত