কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন সংগঠনটির জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল।’
হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল মোমেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ জন্য মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’
মাওলানা আবুল হাশেমের জানাজা মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাঁদগাড়া ঈদগাহ ময়দানে এবং সকাল সাড়ে ১১টায় মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মাওলানা মুফতি আমির হামজার একটি বক্তব্যের ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। রবিবার বিকালে আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ভেরিফায়েড অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন। ওই হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি।


