back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

অভিনেতা ইলিয়াস জাভেদ আর বেঁচে নেই

অনলাইন ডেস্ক:

ঢালিউডের সোনালী দিনের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

চলচ্চিত্রে ইলিয়াস জাভেদের পরিচিত মুখ হওয়ার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

ইলিয়াস জাভেদ একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও স্বীকৃত ছিলেন। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত শতাধিক চলচ্চিত্রের মধ্যে ‘নিশান’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত