back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

চন্দনাইশ বরগুনি ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বরগুনি ব্রীজ সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

আজ বৃহস্পতিবার সকাল ৭টার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও ভাগ্যক্রমে যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছে৷ 

স্থানীয়রা জানায়, কক্সবাজারমুখী রিলেক্স পরিবহন ও চট্টগ্রাম অভিমুখী মার্সা পরিবহনের দুটি যাত্রীবাহী মাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এ ঘটনায় রিলেক্স পরিবহনের চালক সামান্য আহত হলেও দুই বাসের যাত্রীরা অক্ষত থাকে।
কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত