back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

রবিবার চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বিএনপি'র মহাসমাবেশ

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান : বিমান বন্দর থেকে জনস্রোত

চট্টগ্রাম ব্যুরো৷

২০০৫ সালের ৬ মে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান৷ প্রায় দুই দশক পর আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দলের চেয়ারম্যান্ব্র দ্বায়িত্ব পাওয়ার পর এটি চট্টগ্রামের তাঁর প্রথম সাংগঠনিক ও নির্বাচনী সফর৷

এসময় বিমান বন্দরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি চট্টগ্রামের মহানগরীর নেতারা বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান।

চট্টগ্রামে অবতরণের পর বিমান বন্দরে দর্শনার্থীদের হাত নেড়ে অভিবাদনের সাড়া দেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে। আগামীকাল চট্টগ্রামে মহাসমাবেশে ভাষন দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান৷

এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

এদিকে আগামীকাল (রবিবার) পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশ উপলক্ষ্যে কয়েকদিন ধরে চলেছে ব্যাপক প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, মঞ্চের সামনে রাখা হচ্ছে আরও পাঁচ হাজারের বেশি চেয়ার। পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক ও ১০টি শক্তিশালী সাউন্ডবক্স। মঞ্চের সামনে নির্মিত হয়েছে নিরাপত্তা ব্যারিকেড। সকাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি দিয়ে মাঠে পানি ছিটানো হয়। একই সাথে আশপাশের এলাকায় চলছিলো শেষ মূহুর্তের পরিছন্নতার কাজ৷ সড়কের খানাখন্দর মেরামতের পাশাপাশি কিছু সড়কে নতুন করে কার্পেটিং করেছে সিটি কর্পোরেশন৷

এদিকে আগামীকাল বিএনপির মহাসমাবেশ কে কেন্দ্র করে নগরীকে কঠোর নিরাপত্তার আওতায় এসেছে আইন শৃংখলা বাহিনী। সকাল থেকে ডগ স্কোয়ার্ড আর মেটাল ডিটেক্টর দিয়ে সভা মঞ্চসহ পুরো মাঠে তল্লাসী চালিয়েছে পুলিশ।

নিয়মিত সদস্যদের বাহিরে আরো দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। মঞ্চসহ পুরো এলাকাকে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন হিসেবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে । মূল মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। আর পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে। সিএনপি’র পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে একাধিক টিম মোতায়েন থাকবে৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত