back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে

চট্টগ্রামে বিএনপি’র জনসভা থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরি

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামে বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে পলোগ্রাউন্ডসহ আশপাশের এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷ বিপুল আইন শংখলা বাহিনীর নজরদারীর মধ্যেও চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরি হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাইক ও সাউন্ড সিস্টেমের মালিক।

আজ অনুষ্ঠিত চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারেক রহমানের জনসভাকে ঘিরে বেশ কয়েকদিন আগে থেকেই পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে আগেই গণবিজ্ঞপ্তি জারি করেছিল সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত নিরাপত্তা বলয়ের মধ্যেও এতো পরিমাণ মাইক ও ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, মাইক ও ক্যাবল চুরির ঘটনায় সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। নাম প্রকাশ না করার শর্তে মাইক স্থাপনে নিয়োজিত শ্রমিক এখনই সময়কে জানান, আগের রাতেই আমাদের সকল মাইক স্থাপন কাজ সম্পন্ন হয়ে গেছে৷ রবিবার সমাবেশ শুরুর আগে ফাইনাল সাউন্ড চেক দেয়ার সময় কিছু কিছু স্থানে মাইকের সাউন্ড পাওয়া না যাওয়ায় চুরির বিষয়টি সবার নজরে আসে৷ ২০০টি মাইক লাগানো হয়েছিল যার মধ্যে ১৮টি মাইক ও অন্তত ৫ কয়েক ক্যাবল চুরি হয়েছে।

উল্লেখ্য, দুই দশক পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত