back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট : পিসিবিকে স্বাগত জানাল ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

সরকার চাইলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের এই নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক এমনটা জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) লাহোরে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি প্রধান নাকভি। সেখানে বিশ্বকাপের স্ট্র্যাটেজির সঙ্গে ভবিষৎ নিয়েও আলোচনা করা হয়ে।

বৈঠকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির নীতিগত সিদ্ধান্তের প্রশংসা করেন ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদেরও প্রশংসায় ভাসান পিসিবি প্রধান।

গুঞ্জন রয়েছে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছিলেন নাকভি। তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে, যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা মেনে চলি, আইসিসির কথা নয়।’

সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এই সাক্ষাতের পরই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি।

এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত