back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

ইঁদুরের বিষ্ঠা মিশ্রিত চাল দিয়ে খাবার রান্না: ‘সেভেন ডেইজ’কে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার ও ইঁদুরের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্নার জন্য নগরীর ২ নং গেইট সংলগ্ন ‘সেভেন ডেইজ’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া নাসিরাবাদ এলাকায় ‘হালাল শেফ’ সহ মোট পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অভিযানে নগরের ২ নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘হালাল শেফ’ (মিনা বাজারের পাশে) প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত ও ফ্রাইড রাইস একসঙ্গে সংরক্ষণ এবং খাবার তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল রং মেশানো মরিচ ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। একই এলাকায় ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১ হাজার ৫০০ টাকা এবং হীরা ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘সেভেন ডেইজ’ রেস্টুরেন্টের রান্নাঘরে অভিযান চালিয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে আসে। শাহ আমীন সুপার শপে অননুমোদিত ও মূল্যবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত