back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

খুলনায় সিআইডি কার্যালয়ে আগুন

ডেস্ক নিউজ:

খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কক্ষের এসি এবং বেশকিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা ও আসবাবপত্র পুড়ে গেছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার মূল কারণ বেরিয়ে আসবে।

খুলনা সিআইডি এর পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত