back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

জামায়াত জোটের বৈঠকে নেই ইসলামী আন্দোলন

ডেস্ক নিউজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের নেতারা। তবে এই বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন। ফলে দলটি শেষ পর্যন্ত আসন সমঝোতা থেকে বের হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। আসন সমঝোতা চূড়ান্ত হলে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, বৈঠকের বিষয়ে তারা সকালের দিকে জানতে পেরেছেন। এ কারণে প্রস্তুতি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। এখনো সমঝোতার দ্বার উন্মুক্ত আছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত