back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী বহাল, চট্টগ্রাম-২ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল

ডেস্ক নিউজ:

খেলাপি ঋণ সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রামের দুই আসনে বিএনপি প্রার্থীদের বিষয়ে বিপরীত সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হলেও চট্টগ্রাম-২ আসনে দলটির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোববার বিকেলে পৃথক আপিল শুনানি শেষে এসব সিদ্ধান্ত দেয় কমিশন।
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবিতে ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক আপিল আবেদন করেছিল। শুনানি শেষে কমিশন ওই আপিলগুলো খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে। ইসি সূত্র জানায়, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা ছিলেন এবং অন্য দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা আপিল গ্রহণ করে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এই আপিল আবেদন করেন। শুনানি শেষে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের আদেশ দেয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এবং তাকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের করা আপিলের শুনানি ও নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন ইলেক্টোরাল আপিল ট্রাইব্যুনাল হিসেবে কার্যক্রম শুরু করে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত