back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

সিএমপি’র শীর্ষ সন্ত্রাসী ছোট বাদশা সহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র তালিকাভুক্ত ২৯৩ নম্বর সন্ত্রাসী মোঃ বাদশা প্রকাশ ছোট বাদশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা কর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃবাদশা ওরফে ছোট বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) এবং মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বাদশা সিএমপি’র শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত ২৯৩ নম্বর আসামি ও এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত