back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

১৫ টি অস্ত্রসহ সিএমপি তালিকার শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি জাহিদ’ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র সদ্য প্রকাশিত তালিকার শীর্ষে থাকা ‘পিচ্চি জাহিদ’ কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।
সেনাবাহিনী জানান, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, পিচ্চি জাহেদকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, জাহিদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত