back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

নতুন করে আরও ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

নিজস্ব প্রতিবেদক

নতুন করে আরো ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে সতর্ক করেছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আজ শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ একইসাথে উল্লেখ করা হয়, ‘তারা এখন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাহায্য ও বাণিজ্যিক সরবরাহের দীর্ঘতম বাধাও সহ্য করছে।’ ইউএনআরডব্লিউএ আরো দুর্ভোগ রোধে যুদ্ধবিরতি পুনরায় চালু করার জন্য তার জরুরি আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা যুদ্ধবিরতির পুনর্নবীকরণ, গাজার সকল বন্দীর মর্যাদাপূর্ণ মুক্তি এবং মানবিক সাহায্য ও বাণিজ্যিক সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবাহের আহ্বান জানাচ্ছি।’ ইসরাইলি সেনাবাহিনী ১৮ মার্চ গাজায় তাদের আক্রমণ পুনরায় শুরু করে। এর মধ্য দিয়ে তারা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র : মিডল ইস্ট মনিটর

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত