চীনের শেনজেনের হ্যাঙসেঙ হাসপাতাল এবং গোয়ানজু’র ফচুন চ্যানচেঙ হাসপাতালের সাথে চট্টগ্রামের ট্রাভেল লিংকস্ এর দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷ ট্রাভেল লিংকস্ এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মুহাম্মদ নোমান লিটন
আজ শনিবার (১০ জানুয়ারি) স্থানীয় একটি হোটেলে ‘বেল্ট এন্ড রোড হেলথকেয়ার সেন্টার’ আয়োজিত অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ওনার্স ফোরাম (ইমটফ)’ এর সদস্যদের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এখন থেকে উক্ত হাসপাতালসমূহে বাংলাদেশ থেকে রোগীরা ট্রাভেল লিংকস্ এর মাধ্যমে বিশ্বমানের সর্বাধুনিক চিকিৎসা সেবার সুযোগ পাবেন। এছাড়া স্বল্পতম সময়ে চীনের মেডিকেল ভিসা পেতে সহায়তা, হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডাক্তারের এপয়েন্টমেন্ট ও আনুমানিক চিকিৎসা ব্যয়ের ধারণা প্রদান, চীনে ভ্রমণকালীন সময়ে দোভাষী ও বাংলাদেশী খাবারের ব্যবস্থা, গেস্ট হাউসের ব্যবস্থা ইত্যাদি বহুমুখী সেবার সুযোগ পাবেন। (প্রেস বিজ্ঞপ্তি)


