back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

অপরিচ্ছন্ন পরিবেশ : রোদেলা বিকেল, রয়েল হাট, সাব-জিরো, তাসফিয়াকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম নগরীর স্বনামধন্য খাবারের প্রতিষ্ঠান রোদেলা বিকেল, রয়েল হাট, সাব-জিরোতেও অপরিষ্কার- অপরিছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগ মিলেছে৷ এসব অভিযোগে প্রতিষ্ঠান গুলোকে গুনতে হয়েছে বড় অংকের জরিমানা৷

আজ সোমবার ( ১২ জানুয়ারি) , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

তদারকি কালে: অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পক্রিয়াজাত করার দায়ে কাজীর দেউরি স্টেডিয়াম সংলগ্ন রোদেলা বিকেল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, একই অপরাধে রয়েল হাটকে ২০ হাজার টাকা এবং সাব-জিরো নামের প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হযেছে। অন্যদিকে সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টকে অননুমোদিত ক্যামিকেলসহ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পক্রিয়াজাত করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ৷ অভিযানে আরো অংশ নেন মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক), মাহমুদা আক্তার (সহকারী পরিচালক) এবং রানা দেবনাথ (সহকারী পরিচালক)

কজনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত