back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

বারইয়ারহাট-রামগড় সড়কে বরযাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী হায়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে ১ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রী বাহী হায়েস গাড়িটি।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়েস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হটাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্থানীয় বিএম হসপিটালে। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

‎একজন প্রত্যক্ষদর্শী জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস গাড়ি একসাথে আসতেছিল। হটাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।

‎জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, দূর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠাচ্ছি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত