back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

এক কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সঙ্গে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। দরপত্র আহ্বানে চারটি প্রস্তাব জমা পড়ে, যেগুলো আর্থিক ও কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে দুই লিটার পেট বোতলে এক কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা।

এদিকে একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে এক কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করেছে সরকার। এর মধ্যে নিয়মিত চাহিদা পূরণে তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন এবং জরুরি পরিস্থিতি ও দেশীয় কারখানায় উৎপাদন ঘাটতি মোকাবিলায় অতিরিক্ত তিন লাখ মেট্রিক টন সার আমদানির ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত