back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই : ৩৪ মামলার আসামি বার্মা সাইফুল গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম নগরীর হামজার বাগ এলাকায় আলোচিত সাড়ে তিনশো ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় এবার নাম উঠে এসেছে নগরীর চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ ৩৪ মামলার শীর্ষ আসামি সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের নাম৷ এবার সেই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাফুল ও তার দুই সহযোগী।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক প্রেস ব্রিফিং এ জানায়, গত সোমবার (১২ ডিসেম্বর) ঢাকার গুলশান থেকে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করে সিএমপি’র গোয়েন্দা শাখার একটি টিম।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বার্মা সাইফুলের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলো। স্বর্ণ ছিনতাইয়ের মামলা তদন্তে নেমে তার সম্পৃক্ততার তথ্য পায় পুলিশের গোয়েন্দা বিভাগ।

এরপর চট্টগ্রামের হিলভিউতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ বার্মা সাইফুলের দুই সহযোগী সন্ত্রাসী রিয়াদ হোসেন ও মীর হোসেন প্রকাশ লিংকনকে গ্রেপ্তর করে। ইতিপূর্বে আলোচিত স্বর্ণ বার ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ২৯টি স্বর্ণবার উদ্ধার এবং দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত