back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

আইএফইএস এর সহযোগিতায় আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়ায় উপকুলীয় এলাকায় সাংস্কৃতিক প্রচারণা

চট্টগ্রাম ব্যুরো ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত, পিছিয়েপড়া উপকুলীয় মৎস্যজীবি সম্প্রদায়ের মাঝে ভোটাধিকার প্রয়োগ, নাগরিক ও ভোটার সচেতনতা বৃদ্ধিতে পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে করে এ জনগোষ্টির নারী ও পুরুষরা ভোটদান ও নাগরিক অধিকার প্রয়োগ সক্রিয় হন। কারণ সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া এই মৎস্যজীবি সম্প্রদায়কে বাদ দিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ বিনির্মান সম্ভব নয়। তারই অংশহিসাবে ১৩ জানুয়ারি ২০২৬ইং আন্তজাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস এর সহযোগিতায় আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে চকরিয়া উপজেলার বরইতলী পহরচাঁদা জলদাশ পাড়ায় পথ নাটক ও লোকজ গানের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন ভোটারের ভূমিকা সহজ ও প্রাণবন্তভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হয়।

আইএসডিই এর কর্মসুচি কর্মকর্তা মোঃ কামাল উদ্দীনের সঞ্চালনায় সাংস্কৃতিক প্রচারণা কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা । বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফ আলী, মৎস্যজীবি সম্প্রদায়ের নেতা লাল সেন ও যুব সংগঠক সরওয়ার আলম এউপলক্ষে বক্তব্য রাখেন।

বক্তাগন আরো বলেন, একটি কার্যকর গনতান্ত্রিক পরিবেশ তৈরীতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভোটার হিসাবে তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে নারী পুরুষসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনের ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা নাগরিকের দায়িত্ব, ভোটদান প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য (মিস ইনফরমেশন) বিষয়ে গান, পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন। ভোটাধিকার বিষয়ে ব্যাপক গণসচেতনা সৃষ্টি ও সকল নাগরিক যাতে ভোট প্রদান করতে পারে, কেউ যাতে বাদ না পড়ে, সেজন্য সমাজের সকল জনগোষ্টিকে সচেতন করার লক্ষেই এ কর্মসুচীর আয়োজন করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার এডুকেশন সংক্রান্ত লিফলেট ও তথ্যবহুল উপকরণ বিতরণ করা হয়।

পথ নাটক ও লোকজ গানের প্রচারণা কর্মসুচিতে উপস্থিত দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং ভোটার এডুকেশন বার্তাকে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়ক হবে বলে অংশগ্রহনকারীরা আশা প্রকাশ করেন। পথ নাটক ও লোকজ গানের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন ভোটারের ভূমিকা সহজ ও প্রাণবন্তভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক প্রচারণা অনুষ্টানে এলাকার প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে পেকুয়া শেখের কিল্লা ঘোনা জলদাশ পাড়ায়ও অনুরূপ আরও একটি প্রচারণা কর্মসুচির আয়োজন করা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে আন্তজাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস এর সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কাযর্ক্রম চালোনো হচ্ছে। ভবিষ্যতেও দেশের দুর্গম, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকায় যুবসমাজ, পিছিয়েপড়া সাধারণ জনগণের মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংসহত ও ভোটার সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত