back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ (বৃহস্পতিবার সাক্ষাৎ) করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। দেশে ফেরার পর এবং বিএনপি’র চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সরকার প্রধানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাত৷ এর আগে গত বছরের ১৩ জন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়৷ এছাড়া তারেক রহমান দেশে ফেরার পর বিমান বন্দর থেকে মুঠোফোনে কথা হয় তাঁদের মধ্যে৷

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি —বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরো একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত