চট্টগ্রাম নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে ৩৩০ জন দুষ্কৃতকারীর নাম ঠিকানা প্রকাশ করে তাদেরকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার, নগরীতে প্রবেশ ও তাদের অবস্থান নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটিন পুলিশ (সিএমপি) কমিশনার৷
আজ শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদেরকে মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো৷

তবে সেই তালিকার ২২৭ নম্বরে থাকা সাবেক কাউন্সিলর আতাউল্লা চৌধুরী ইতিমধ্যে গত বছর ২৫ নভেম্বর ইন্তেকাল করেছেন। চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে তাঁর বিশাল জানাযা অনুষ্ঠিত হয়৷ সেই মৃত ব্যক্তি কিভাবে শহর থেকে বহিষ্কার হয়েছে ?
এই বিষয়ে সিএমপি’র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেছেন, বিষয়টি সম্পর্কে যাচাই করে তালিকা সংশোধন করা হবে৷ তালিকায় আটককৃতদের বিষয়ে কি হবে জানতে চাইলে তিনি জানান, যারা আটক আছেন তারা আটক থাকবে। তারা যাতে বের হতে না পারে সেই জন্যে তালিকাতে তাদের নাম দেয়া আছে৷
এদিকে তালিকার প্রথম পাতায় ৪ নাম্বারে চট্টগ্রাম নগর বিএনপি’র দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শওকত আজম প্রকাশ খাজা’র নামও দেয়া হয়েছে৷ এই বিষয়ে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷
সিএমপি’র সূত্রে জানা গেছে শীঘ্রই সংশোধীত আরেকটি তালিকা প্রকাশ হতে পারে৷


