back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

মৃত ব্যক্তির নাম তালিকায়, আছে বিএনপি নেতার নাম

চট্টগ্রাম নগরীর ৩৩০ জন দুষ্কৃতকারীর নাম প্রকাশ করে সিএমপি’র গণবিজ্ঞপ্তি

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে ৩৩০ জন দুষ্কৃতকারীর নাম ঠিকানা প্রকাশ করে তাদেরকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার, নগরীতে প্রবেশ ও তাদের অবস্থান নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটিন পুলিশ (সিএমপি) কমিশনার৷

আজ শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদেরকে মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো৷

তালিকার ২২৭ নাম্বারে থাকা আলাউল্লা চৌধুরী

তবে সেই তালিকার ২২৭ নম্বরে থাকা সাবেক কাউন্সিলর আতাউল্লা চৌধুরী ইতিমধ্যে গত বছর ২৫ নভেম্বর ইন্তেকাল করেছেন। চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে তাঁর বিশাল জানাযা অনুষ্ঠিত হয়৷ সেই মৃত ব্যক্তি কিভাবে শহর থেকে বহিষ্কার হয়েছে ?

এই বিষয়ে সিএমপি’র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেছেন, বিষয়টি সম্পর্কে যাচাই করে তালিকা সংশোধন করা হবে৷ তালিকায় আটককৃতদের বিষয়ে কি হবে জানতে চাইলে তিনি জানান, যারা আটক আছেন তারা আটক থাকবে। তারা যাতে বের হতে না পারে সেই জন্যে তালিকাতে তাদের নাম দেয়া আছে৷

এদিকে তালিকার প্রথম পাতায় ৪ নাম্বারে চট্টগ্রাম নগর বিএনপি’র দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শওকত আজম প্রকাশ খাজা’র নামও দেয়া হয়েছে৷ এই বিষয়ে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷

সিএমপি’র সূত্রে জানা গেছে শীঘ্রই সংশোধীত আরেকটি তালিকা প্রকাশ হতে পারে৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত