back to top
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

শহরের প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো ৷

চট্টগ্রামের চর চাক্তা, দক্ষিণ বাকলিয়া এলাকায় সম্প্রতি আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার (British Bangla Welfare)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি অনুষ্ঠানে বলেন, “শহরের প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব।” তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা অপরিহার্য।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, “দিল ফেরার টানে ও আত্মমানবতার সেবায় আমরা”—এই অঙ্গীকারকে সামনে রেখে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত