back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

মা হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক:

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোবিজ অঙ্গনে যখন এ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্যময় মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।
ভুল তথ্যভিত্তিক সংবাদের প্রসঙ্গে বুবলী জানান, তিনি লক্ষ্য করেছেন অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা মোটেও সঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। যদি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি আপাতত কথা বলতে আগ্রহী নন। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলী কিংবা শাকিব খান—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মহলে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত