back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

৭ লাখ রুপির ব্যাগ হাতে মাতৃত্বকালীন ফটোশ্যুটে সোনম কাপুর

বিনোদন ডেস্ক।

বলিউড সুপারস্টার অনিল কাপুরের কন্যা সোনম কাপুর ইতিমধ্যেই স্টাইল আইকন হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হরহামেশাই আলোচনায় উঠে আসেন তিনি। আবারও এ অভিনেত্রী এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার প্রমাণ করলেন, মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি অনন্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই বলিউড তারকা বর্তমানে মাতৃত্বকালীন ফ্যাশনকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন।

ঐতিহ্যবাহী আনারকলি থেকে শুরু করে সাহসী ও আধুনিক সিলুয়েট- যেখানেই হাজির হচ্ছেন, সেখানেই ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে এক সন্তানের মা সোনম স্বামী আনন্দ আহুজার সঙ্গে শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

এরই ফাঁকে সোমবার (১৯ জানুয়ারি) অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে হাই-ফ্যাশন ও রাজকীয় সিলুয়েটে নিজের বেবি বাম্প প্রদর্শন করতে দেখা যায়। তবে তার সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিলাসবহুল একটি কালো ব্যাগ।

ফটোশ্যুটে সোনম বহন করছিলেন হার্মিস ব্র্যান্ডের কালো ‘ম্যাক্সিমার্স টু’ ব্যাগ। সুইফট বাছুরের চামড়া দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত নমনীয় ও পরিশীলিত। এতে রয়েছে চৌম্বকীয় ফ্ল্যাপ ক্লোজার, সোনালী স্নাফেল বিট হ্যান্ডেল এবং সামঞ্জস্যযোগ্য ও অপসারণযোগ্য কাঁধের স্ট্র্যাপ। হার্মিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এ ব্যাগটির দাম ৫,৫৮০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৮২,৩২৯ রুপি৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত