back to top
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৬টি গুলি ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ নগদ ৩০ লাখ টাকা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন আলিখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬টি গুলি, ৫টি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ লাখ ৩৮ হাজার টাকা, ব্যাংকের চেক বই, সিমকার্ড এবং ১৯টি মিয়ানমার রোহিঙ্গাদের পরিচয়পত্র জব্দ করা হয়। এ সময় হারুন ডাকাত যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। সিয়াম-উল-হক জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত